মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা জেলার শ্রীপুর থানার আমলসার ইউনিয়নের কোদলা (হিন্দু-পাড়া) গ্রাম গড়াই নদীর ভাঙনের কবলে পড়েছে। এতে কয়েকশ ঘরবাড়ি বিলীনের শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, অন্য বছরগুলোর চেয়ে এবার গড়াই নদীর ভাঙনের প্রবণতা বেশি। ফলে নদীটির হিন্দু-পাড়া গ্রামের অংশে প্রতিদিনই ভাঙন দেখা দিচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পরেছেন এলাকাবাসী। ভাঙন প্রতিরোধ করা না গেলে বসতবাড়ির মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমলসার ইউনিয়নের বাসিন্দা ও মাগুরা জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু মোল্লা বলেন, অন্যান্য বছরগুলোর চেয়ে এবার গড়াই নদীর ভাঙনের প্রবণতা বেশি দেখা দিয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে নদীর পাড়ের সড়ক পর্যন্ত ভাঙন চলে এসেছে। নদীপাড়ে বাসকরা খেটে-খাওয়া দরিদ্র জনগোষ্ঠী চরম আতঙ্কে দিন পার করছে। অবিলম্বে ভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।