মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি :অদ্য ১৪/০৭/২০২৪ তারিখ রোজ সোমবার (১২০০ – ১৪০০) ঘটিকা পর্যন্ত মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আশিফ ইকবাল মরাদেহ কবর থেকে ময়নাতদন্ত জন্য উত্তোলন করতে যাই। ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতের (পল্লবী আমলী) নির্দেশে ও মাগুরার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম লাশ উত্তোলনের জন্য শ্রীপুর উপজেলার নোহাটা সম্মিলিত কবরস্থানে যান।
সেখানে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মোট্রো উত্তরের ইন্সপেক্টর এমরানুল হাসান ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ ওসমান গণি ও শ্রীপুর থানার এসআই মনসুর আহমেদসহ সংশ্লিষ্টরা আগে থেকেই অপেক্ষা করছিলেন। কিন্তু পরিবারের সদস্যরা তার লাশ কবর থেকে উত্তোলন করতে রাজি না হওয়ায় তারা ফিরে যান। উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আসিফ ইকবাল।