1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রীপুরে ভোক্তা অভিযানে ০৫টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা - শিক্ষা তথ্য
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’ নান্দাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডে ফুটবল মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাউফলে সাবেক বিএনপি নেতা নিজের সন্তানকে তুলে দিলেন ছাত্র শিবিরের হাতে পটিয়ায় জাতীয় পার্টি প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী লাঙ্গল মার্কা ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ আশিয়া উচ্চ স্কুলে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আবদুল জলিল: খেলাধুলার মাধ্যমে লেখা পড়ায় মনোযোগী হতে হবে রাউজানে দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গলাচিপায় দুই দোকান ভস্মিভূত

শ্রীপুরে ভোক্তা অভিযানে ০৫টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৩৯ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযানে ৫ দোকান মালিককে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। আজ মঙ্গলবার (১৮ই মার্চ) বেলা ১১.০০টা থেকে ২.০০টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন খাদ্যপণ্য ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় মেসার্স সজিব সজিব ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকরভাবে বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নিতাই কুন্ডুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৭,০০০/- টাকা, মেসার্স খোকন স্টোরের মালিক খোকন কুন্ডুকে মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ২,০০০/- টাকা, মেসার্স মুন্নু স্টোরের মালিক মো: মুন্নু শেখকে ৩৮ ও ৪৩ ধারায় ৫,০০০/- টাকা, মেসার্স চুন্নু স্টোরের মালিক চুন্নু শেখকে ৩৮ ধারায় ৩,০০০/- টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স রাজিব ট্রেডার্স এর মালিক রাজিব কুন্ডুকে আইনের ৩৮ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে ০৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ২২,০০০/- টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে পরবর্তীতে মুরগির বাজার, সবজি, তরমুজ, ফলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন রমজান মাসে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়। অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো: আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি