মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলা আমলসার ইউনিয়নের ৪,৫,৭,৮ এবং ৯ ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে মাদক প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়ন বিষয়ক র্যালী মানববন্ধন ও লিফলেট বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩অক্টোবর ) সকাল ১০টায়, টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ে এবং পার্শ্ববর্তী এলাকায় যুবসমাজ নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে এলাকাবাসীসহ ছাত্র ও যুব সমাজ অংশগ্রহণ করেন। র্যালি শেষে বক্তারা মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে বলেন মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। বক্তারা জোর দাবি জানান আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে পারলেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।
শ্রীপুর সাবেক উপজেলা চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব বদরুল আলম বিশ্বাস হিরোর দিক নির্দেশনায় গত (১২ অক্টোবর) রবিবার, মাদক প্রতিরোধ অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ২ নং আমলসার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ সজিব আহমেদ। এছাড়া ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু,সাধারণ সম্পাদক আবুতোরাব মোল্লা সাংগঠনিক সম্পাদক সবুর মোল্লা,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মন্ডল, সাধারণ সম্পাদক আলম শেখ ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাহেব খান, সাধারণ সম্পাদক এলাহী মন্ডল,
৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমজাদ শেখ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পাঞ্জাব মোল্লা , ২ নং অমলসার ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আউয়াল মোল্লা, আলামিন, গোলাম মোস্তফা,মুরাদ,ওবায়দুল,হিরোক ২ নং আমলসার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ সহ তাজু,জিসান, মাশরাফি, রাকিব,এবং আরো অনেকে উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যে টিকেরবিলা বাজার কমিটির সভাপতি যতন আলী বিশ্বাস, মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোলাইমান হোসেন ,ডাক্তার মমিন মোল্লা,বাবু নারদ মাল সহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত আলোচনা অনুষ্ঠানে সকলে “মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে একাত্মতা প্রকাশ করেন।