নিজস্ব প্রতিবেদকঃ- বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে আহমদি রিলিজিয়ন অফ পিস এন্ড লাইট-এর উদ্যোগে একটি শান্তিপূর্ণ দাওয়াতি র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। র্যালিতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের অনুসারী ও বিশ্বাসী সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সাবিরুল ইসলাম সোয়েব, আসাদুজ্জামান নুর, এ্যান্থনী গোমেজ, মোঃ সুমন হাশেম, আব্দুর রব, মোঃ তৌফিকুর ইসলাম, মোঃ নাসিম হাশেম, মোঃ ইমরান হাশেম, সালমান আবেদীন, মোস্তফা কাওসার, মাহাবুবুল হাফিজ, মোঃ নজরুল ইসলাম, মোঃ মাঈন উদ্দিনসহ আরও অনেকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষে সংসদ ভবন এলাকায় রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন ও রাষ্ট্রীয় গুরুত্ববাহী স্থান হিসেবে জাতীয় সংসদ ভবন সাধারণ মানুষের কাছে দাওয়াতি বার্তা পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কার্যকর বলে তারা মনে করেন। বিকাল সাড়ে ৪টার দিকে মানিক মিয়া এভিনিউ সংলগ্ন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল সড়ক থেকে ব্যানার, ফেস্টুন ও দাওয়াতি পতাকা হাতে র্যালিটি শুরু হয়। অংশগ্রহণকারীরা ধারাবাহিকভাবে ‘লাব্বাঈক ইয়া আবা আল সাদিক’ স্লোগান দেন। র্যালিটি দক্ষিণ প্লাজার প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। র্যালি চলাকালে রাস্তা ও ফুটপাতে অবস্থানরত সাধারণ মানুষ কৌতূহলভরে কর্মসূচিটি পর্যবেক্ষণ করেন। আগ্রহী পথচারী, মোটরসাইকেল আরোহী ও অটোরিকশাচালকদের মাঝে দাওয়াতি লিফলেট বিতরণ করা হয়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন এবং বক্তব্য শোনার জন্য কিছু সময় সেখানে অবস্থান করেন।র্যালি শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রধান ফটকের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মানবতার ঐক্য, সহিংসতা পরিহার, নৈতিকতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নির্বাচনকেন্দ্রিক প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বাইরে গিয়ে মানবজাতির জন্য ন্যায়ভিত্তিক ও ঐশী নেতৃত্বব্যবস্থার প্রয়োজন। বক্তারা উল্লেখ করেন, মানুষের তৈরি রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে আল্লাহ কর্তৃক মনোনীত নেতৃত্বের প্রতি আনুগত্যই মানবজাতিকে ন্যায়, ঐক্য ও স্থায়ী শান্তির পথে পরিচালিত করতে পারে। আয়োজকদের দাবি, কর্মসূচি চলাকালে সাধারণ মানুষের মধ্যে তাদের বার্তার প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে সমর্থন জানান। এক অটোরিকশাচালক তার যান থামিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন এবং দাওয়াতি বার্তার প্রতি একাত্মতা প্রকাশ করেন। কর্মসূচি শেষে আয়োজকেরা জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে মহান বিজয় দিবসে সাধারণ মানুষের কাছে তাদের দাওয়াতি বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে।