কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গত তিনদিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত।
মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়ায় চলতি বছরের সর্বোচ্চ ১২১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে করেছেন নিম্ন আর খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলীয় এলাকায় আরো অতিভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস।
তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে সকল মাছধরা ট্রলার সমূহতে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মো দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সমুদ্রের কিনারায় সকল মাছধরা ট্রলারকে সতর্কতার সহিত সাগরে মাছ ধরতে বলা হয়েছে। আর যারা গভীর সমুদ্রে আছে তাদেরকে কিনারায় এসে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।