Home Privacy Policy Disclaimer Sitemap Contact About
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত” নোওয়াবেকি বাজারে সরকারি জায়গায় চলছে হরিলুট পটিয়ায় সংবাদ সন্মেলনে অভিযোগ বড়ভাই কর্তৃক ছোটভাইকে হত্যার হুমকি আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী শাহজাহানের দোসরদের পুর্নবাসন করছে বিএনপি নেতা বাবুল শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে দোয়া ও আলোচনা সভা রাউজানে অজিত মৃদুল স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পটিয়ায় ইনসানিয়াত বিপ্লব মানববন্ধনে বক্তারা, রাষ্ট্রের কাজ নাগরিকদের চাকুরী হরন নয় চাকুরী রক্ষা করা  খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত পটিয়ার বাহুলীতে এনামুল হকের পক্ষে শীতবস্ত্র বিতরণ  পটিয়ায়  আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আনন্দ র‌্যালী সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আটুলিয়া ইউনিয়ন বিএনপি’র মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত” নোওয়াবেকি বাজারে সরকারি জায়গায় চলছে হরিলুট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩ Time View

এম কামরুজ্জামান শ্যামনগর প্রতিনিধি:শ্যামনগর উপজেলা নওয়াবেকী বাজারের সেক্রেটারি মনিরুজ্জামান মনি অবৈধভাবে পেরিফেেরীভুক্ত সম্পত্তির উপর দ্বিতল বিশিষ্ট শামীমা ক্লিনিক করে, ও তিনি সহ চেয়ারম্যান আবু ছালেহ বাবু অবৈধভাবে ১৯টি দোকান ঘরের নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এ বিষয়ে রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় বরাবর গত ১৮ নভেম্বর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, আটুলিয়া ও পশ্চিম বিরলক্ষী মৌজার ১নং খাস খতিয়ানের ৫১৫৬,৫১৫৮,৫১০৪ ও ৬৮৬ দাগে ০.১৬৫০ একর পেরিফেরীভুক্ত সম্পত্তির উপর আটুলিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোশাররফ দুর্নীতির মাধ্যমে শ্যামনগর উপজেলার ৭১,৭২,৭৩,ও ৭৪/২৩-২৪ নং দোকান ঘর বন্দোবস্ত অনুমোদন না হওয়া ও উচ্ছেদ করার আবেদন করেন। এবার জেলা প্রশাসক মহোদয়ের এস,এ শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর কৃষ্ণা রায় স্বাক্ষরিত নোওয়াবেকি বাজারের সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখলে রাখার বিষয়ে উচ্ছেদ করার জন্য শ্যামনগর সরকারি কমিশনার ভূমি বরাবরে পত্র প্রেরণ করেন। দরখাস্তে উক্ত পত্রের কপি সংযুক্ত করা হয়। জেলা প্রশাসক মহোদয় বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। নির্বাহী অফিসার রনী খাতুন এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন নোওয়াবেকী বাজারে দীর্ঘদিনের সমস্যা, বহু বছর আগে থেকে ৪তলা ২তলা ভবন গড়ে উঠেছে। এছাড়া তোহা বাজারে যে সমস্ত ঘর নির্মাণ হচ্ছে। আমি স্বরে জমিনে গিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছি। এটা দীর্ঘদিনের সমস্যা হঠাৎ কোন কিছু নিমুল করা সম্ভব নয়। এলাকাবাসীর দাবি উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক উপজেলা নোওয়াবেকি বাজারে অতি দ্রুত সরকার অনুমোদিত ও অনুমোদিত বিহীন এবং সরকার অনুমোদিত স্কয়ার ফুট এর বাইরে ঘরের তালিকা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এতে সরকার মোট অংকের টাকার রাজস্ব পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি
raytahost-tmnews71