সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।।চার মাস এসিল্যান্ড না থাকায় এবং ভূমি সেবার অনলাইন সার্ভার বন্ধ থাকায় বিপাকে পড়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলার সেবাপ্রত্যাশী গ্রাহকরা। চিকিৎসার প্রয়োজনে সম্পত্তি হস্তান্তর করতে না পারায় নিজের সম্পদকে ‘পুঁথিগত বিদ্যা, আর পর হস্তে ধন’-এর সঙ্গে তুলনা করছেন ভুক্তভোগী জনসাধারণ। নজিরবিহীন জনভোগান্তির পাশাপাশি শুধু এ কারণেই সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। জমির মিউটেশন, ভূমি উন্নয়ন কর পরিশোধ করা ও জমি ক্রয়-বিক্রয় করার কাজ করতে না পেরে দশমিনা উপজেলা সহ সারা দেশের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। দীর্ঘ চার মাস ধরে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড না থাকায় এবং অনলাইন সার্ভার বন্ধ থাকায় ভূমিসেবা সেক্টরে বিপত্তির পাশাপাশি সরকারও হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।
গত বছরের ১৩ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওশিউজ্জামান চৌধুরি ৫ মাসের প্রশিক্ষনে এবং গত বছরের ২৬ নভেম্বর থেকে সারা দেশে ভূমি সেবা অনলাইন সার্ভার বন্ধ রয়েছে। সফটওয়্যারগুলো ধীরগতিসম্পন্ন হওয়ায় ই- নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা পেতে অসুবিধা হচ্ছে। বলা হচ্ছে সেবা প্রাপ্তিতে গতিবৃদ্ধি করতে কাজ চলছে। কিন্তু দীর্ঘ চার মাস এসিল্যান্ড না থাকায় ও সার্ভার বন্ধ থাকায় সারা দেশের চেয়ে উপজেলায় ভূমি সেবা কার্যক্রমে ব্যাপক প্রতিকূল প্রভাব লক্ষ্য করা গেছে। উপজেলার ৭টি ইউনিয়নের ভূমি অফিসগুলোতে প্রতিদিন বহু লোকজন ভূমি সেবা পেতে যাতায়াত করে থাকে।
দশমিনা সদর ইউনিয়নের বাসিন্দা ও ইসলামি আন্দোলন দশমিনা উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান আজবাহার প্যাদা জানান, ভূমি অফিসে নামজারীর জন্য দীর্ঘদিন পর্যন্ত ঘুরছেন কিন্তু একদিকে সার্ভার সমস্যা অন্যদিকে এসিল্যান্ড নাই এতে করে উপজেলার সাধারন মানুষ জমা জমি ক্রয় বিক্রি কিংবা মিউটেশন বা অনলাইনের মাধ্যমে খাজনা পরিষদ নিয়ে চরম ভোগান্তিতে পরেন। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি’র) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার মো. ইরতিজা হাসান এর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।