1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন - শিক্ষা তথ্য
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে সিলিকা বালু লুট : সাড়ে ৫ লাখ জরিমানা, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় খাল পুনরুদ্ধারে বেলার উদ্যোগ। অংশীজনদের মতবিনিময় গলাচিপায় হিন্দু পরিবারকে হুমকিদাতা যুবদল কর্মী মুকুল গ্রেপ্তার গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবিতে মানববন্ধন সুন্দরগঞ্জে বিএনপি নেতা মাহমুদের বিরুদ্ধে মহিলা দলনেত্রীর সংবাদ সম্মেলন বন্দরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস-২০২৫ অনুষ্ঠিত বিএনপি সকল ধর্মের মানুষের পাশে ছিল,আছে, থাকবে –জোসেফ সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রতিমার আবরণ উন্মোচন করলেন, জি বাংলা খ্যাত ” ফুলকি”(দিব্যানী মন্ডল) দশমিনা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের সাক্ষাৎকারের পুনঃপ্রচার

সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৫ Time View
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ- রূপগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নারী শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে। বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষাসফর-২৫ উপলক্ষে ময়নামতি, শালবন বিহার, ময়নামতি যাদুঘর, বার্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইংরেজ শহিদদের সমাধিস্থল ময়নামতি ওয়ার সিমেট্রিসহ কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে। পরে ময়নামতি পাহাড়ের উপর স্থাপিত শালবন রির্সোটে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এ শিক্ষাসফরে অংশ নেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান, সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ আল-আমিন মিয়া, মোঃ মোহসিন মিয়া, মোঃ খলিল উল্লাহ, মাসুদ রানা, রমজান হোসেন, হাবিবুল্লাহ বাহার, শাকিল খান, শাহজালাল গাজী, রাসেল মিয়া, আলী আকবর সরকার, মোহাম্মদ আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, মোঃ নুরনবী, শিক্ষিকা সাধনা রানী সরকার, আরিফা সুলতানা, হাসিনা আক্তার, হাজেরা আক্তার, মাগফেরাত খাতুন ময়না, রেজওয়ানা সিকদার সাথী প্রমুখ। শিক্ষা সফরে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম বাবু, বিএসসি ইঞ্জিনিয়ার মাসুদ হাসান, রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আব্দুর রাজ্জাক সরকার জুয়েল ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেনসহ অতিথিবৃন্দ অংশ নেন। পরে র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সরেজমিনে গিয়ে জানা গেছে, ১৯৭৯ সালে ১৬৯ শতাংশ জমি নিয়ে রূপগঞ্জের প্রথম নারী শিক্ষা কেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পাকিস্তান আমলে দেশের ২২পরিবারের অন্যতম সদস্য শিল্পপতি গোলবক্স ভুঁইয়ার ছেলে ও রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়া তাঁর মায়ের নাম অনুসারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে বিদ্যালয়টি রূপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। ইতিমধ্যে একটানা সাত বছর জেএসসি ও এসএসসিতে শতভাগ পাশের সাফল্যে এ বিদ্যালয়টি অর্জন করে। প্রায় প্রতি বছরই এ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে।
জাতীয় দিবসের অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শন, মার্চপাস্ট, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সংঙ্গীত, একক অভিনয়, রচনা প্রতিযোগিতা, নৃত্য, উপস্থিত বক্তিতাসহ বিভিন্ন ইভেন্টে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সুনাম বয়ে এনেছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে লেখাপড়া করছে। অনেকেই চিকিৎসক, প্রকৌশলী, সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন। শিক্ষার মানোন্নয়নে ক্লাস পরীক্ষা, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নেওয়া হয়। মা সমাবেশের আয়োজন করা হয়। এখানে ভৌত অবকাঠামো ও প্রয়োজনীয় দক্ষ শিক্ষক ও কর্মচারী রয়েছেন। নারী শিক্ষা প্রদানে বিদ্যালয়টি রূপগঞ্জে অগ্রণী ভূমিকা রেখে চলছে। সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বর্তমানে আইইউবিতে সিইসি বিভাগে অধ্যয়ণরত শিক্ষার্থী মানসূরা জান্নাত মনিমা বলেন, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখা সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অত্যন্ত মেধাবী ও যত্নশীল। তাদের পাঠদানের কৌশলে শিক্ষার্থীরা মেধাবী হচ্ছে এবং দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। উল্লেখ্য, আগামীকাল ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির কার্যনির্বাহী সদস্য ও গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উদ্বোধক হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ গোলাম ফারুক খোকন  ও বিশেষ অতিথি হিসেবে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি