সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিএমএসএফ’র বরিশালের বাকেরগঞ্জ শাখার আয়োজনে স্টেডিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধনী সভায় তিনি এ আহ্বান করেন। সমাবেশে উদ্বোধনী বক্তব্যে আহমেদ আবু জাফর আরও বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে সাংবাদিকতার ধরন ও চ্যালেঞ্জ বদলাচ্ছে। তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতি, ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তার এবং ভুয়া তথ্যের ঝুঁকি মোকাবেলায় সাংবাদিকদের আরও দক্ষ, সচেতন ও প্রশিক্ষিত হওয়া জরুরি।
এ জন্য রাজধানীকেন্দ্রিক প্রশিক্ষণের পরিবর্তে বিভাগীয় পর্যায়ে স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সময়ের দাবি। তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন পেশাজীবি মানুষের প্রশিক্ষণের জন্য বিভাগ কিংবা জেলা পর্যায়েও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কিন্তু গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য ঢাকা কেন্দ্রীক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, যা অপ্রতূল। ফলে মফস্বল পর্যায়ের অনেক সাংবাদিক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক জ্ঞান থেকে বঞ্চিত থাকেন। ফলে তারা পেশাগত ঝুঁকি, আইনি জটিলতা এবং নিরাপত্তাহীনতার মুখে পড়েন। বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠলে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম আইন ও নৈতিকতা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে।
বিএমএসএফ সভাপতি আরও বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়া সাংবাদিকতার মানোন্নয়ন সম্ভব নয়। একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে সাংবাদিকদের প্রশিক্ষণে রাষ্ট্র, গণমাধ্যম মালিক এবং পেশাজীবী সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। তিনি সাংবাদিকদের ১৪ দফা দাবির পক্ষে একাত্মতা প্রকাশ করেন। প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা। বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভপতি জিয়াউদ্দিন তৌহিদ, যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু, আরিফ রহমান, সহ-সম্পাদক এম আমির হোসাইন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার,
বিএমএসএফ’র বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন মৃধা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য জামাল হোসেন খান, বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি এসএম মিজান, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আতাউর রহমান রোমান। বিএমএসএফ’র বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিয়াউল হক আকনের সভাপতিত্বে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম পলাশ। বক্তারা সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং প্রশিক্ষণভিত্তিক সাংবাদিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।