আবু নাঈম ময়মনসিংহ জেলা প্রতিনিধি :ময়মনসিংহের ফুলপুরে বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখা ও ফুলপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার তদন্ত অফিসার বন্দে আলী ও সেকেন্ড অফিসার সুমন মিয়া। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ, সহ-সভাপতি মোকছেদুল হক দুলাল,
সাধারণ সম্পাদক আবু রায়হান, ফুলপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ক্বারী সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফকির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম ফকির, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান রনি, নির্বাহী সদস্য আবুল মনসুর ফকির, আবু নাঈম, মোঃ ফয়জুর রহমান, খাদেমুল ইসলাম সুমন প্রমুখ।