শিবপুর,(নরসিংদী) প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে, শিক্ষক, ইমাম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তৃতারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ সারাদেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা ও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকরা।
নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবি করা হয় মানববন্ধনে। এ সময় প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর, পাইল বালিকা উচ্চ বিদ্যালেয়র সাবেক প্রধান শিক্ষক মোব্বাত হোসেন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাও. মোক্তার হোসেন, কবি ও লেখক নুরুদ্দিন দর্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক শেখ মানিক , , যুগ্ম সম্পাদক মাহবুব খান, সাবেক যুগ্ম সম্পাদক মোমেন খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান, সাবেক আহ্বায়ক আলম খান ও হাফেজ মাও. আরিফুল ইসলামসহ অন্য সাংবাদিকরাও বক্তব্য রাখেন।