দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে ৭ আগষ্ট হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । ৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় এ হত্যাকান্ডের ঘটনায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে তীব্র নিন্দা, প্রতিবাদ ও মানববন্ধন করেন মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখা কমিটির নেতৃবৃন্ধ। প্রতিবাদ ও মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। সন্ত্রাসীরা তাকে ধাওয়া করলে এ সময় তিনি দৌড়ে একটি চায়ের দোকানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন।
সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। তাকে রাতের আঁধারে সন্ত্রাসীরা হামলা ও হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন ঘটনা দেশে নতুন নয়। এমন ঘটনা অহরহ ঘটছে, প্রশাসন আসামিদের ধরছে আবার তারা বেরিয়ে যাচ্ছে। অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই, এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই। সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তারা অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
যাদের গ্রেপ্তার করা হয়েছে দ্রুত আইনে তাদের বিচার চাই এবং অনতিবিলম্বে বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তারেরও দাবি জানাই। এর আগের দিন পুলিশের সামনেই দিনে দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। সকল ঘটনাই একই সূত্রে গাথা আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সভাপতি- এসএম শাহীন আহম্মেদ, সহ-সভাপতি মো. মান্নান খান বাদল, মো. আবুল বাশার সাইফুল, সাধারণ সম্পাদক-জিকে রাসেল, সহ সাধারন সম্পাদক-আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক-নূর-এ-আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক-আল-আমীন জাহান মুন্সী, প্রচার সম্পাদক-সাজীদ হোসেন কিবরিয়া, দপ্তর সম্পাদক-মো. রেদোয়ান হোসেন পাভেল, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক-মিতু মোর্শেদ, ধর্ম বিষয়ক সম্পাদক-শাকির আহমেদ বাপ্পি, আইসিটি সম্পাদক- মেহেদী হাসান প্রান্ত, মহিলা বিষয়ক সম্পাদক-মমতাজ (মম), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-ইমদাদুল হক মিলন, কার্যকরী সদস্য-মো. মনির হোসেন, আল হাসান, পলাশ মাহবুব।