বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৬ জানুয়ারি বাদ আছর বন্দর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বন্দর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম সহ সকল সাংবাদিকের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন গাউসুল আজম জামে মসজিদের ঈমাম মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন ডালিম, অর্থ সম্পাদক অজিত দাস, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান লিমন ও সাংবাদিক তাজিমুল। এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাসান সামিউজ্জামান সৈকত, সদস্য জিপু প্রমুখ।