নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মর্যাদাপূর্ণ নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনীত হয়েছেন সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ। ৩৫ সদস্যের ও-ই কমিটির সভাপতি সিটি কর্পোরেশনের প্রশাসক এ. এইচ. এম. কামরুজ্জামান। কমিটির সদস্য সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) মোতাবেক নগরীর নগর পরিকল্পনা, নাগরিক সেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসম্মত আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নে কাজ করবে এ-ই কমিটি।
কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় সিটি কবরস্থানের খতিব মাওলানা ইকরাম হোসেন, পূজা উদযাপন কমিটির নেতা শংকর সাহা, নারায়ণগঞ্জ ক্রিস্টিয়ান এসোসিয়েশনের সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, নারায়ণগঞ্জ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রবংশ থেরো, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, অসিত বরণ বিশ্বাস, যুব প্রতিনিধি মাহফুজ খান, তুরাগ ক্লাস্টারের সভাপতি মায়ানুর আহমেদ মায়া,
বাপা’র সহ-সভাপতি তারিক বিন ইউসুফ, প্রকৌশল বিশেষজ্ঞ দীপক ভৌমিক, নারায়ণগঞ্জ বিআইপি লোকাল চ্যাপ্টারের পরিকল্পনাবিদ আসাদুজ্জামান প্যারিস, পরিবহন বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল ফাহাদ, স্থপতি মোহাম্মদ নুরুজ্জামান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর (ডিপিডিসি) প্রতিনিধি, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর প্রতিনিধি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড এর (বিটিসিএল) প্রতিনিধি, রাজউকের প্রতিনিধি, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সভাপতি হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালক হানিফ সরদার, নারায়ণগঞ্জ বধির সংঘ এর সভাপতি আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হাজেরা বেগম, রেড ক্রিসেন্ট এর প্রতিনিধি মোঃ কাউছার।