দিদারুল হৃদয়; গুইমারা প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী’র সাথে গুইমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত ওসি সোহরাওয়ার্দী সাংবাদিক ও পুলিশ একে অপরের সম্পূরক বলে আখ্যায়িত করেন। বুধবার (১০ ডিসেম্বর) সকালে গুইমারা থানায় এ মত বিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী বলেন, উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন এলাকার গোষ্ঠিগত সংঘর্ষে নির্মুলের ব্যাপারে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন।
তিনি এগুলো প্রতিরোধ করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন এবং যে কোনো মুল্যে মাদক, জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মত বিনিময় সভায় গুইমারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক দুলাল আহম্মদ, প্রেসক্লাব সদস্য মোঃ রিপন, আনোয়ার হোসেন, দিদারুল হৃদয়, মোঃ মহিউদ্দিন, ফারুক হোসেন সুমন, সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।