বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশনা সাউন্ডবাংলা’র যে কোনো একটি বই ক্রয় করলেই পাওয়া যাবে বিনামূল্যে ‘তুমিহীনতার গল্প’। প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা’র পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ছয়শত বইয়ের প্রকাশনাকে কেন্দ্র করে নির্ধারিত কিছু বইয়ের মধ্য থেকে যে কোনো একটি বই কিনলেই কবি সাইফুল ইসলাম চৌধুরীর ৮০ পৃষ্টার নতুন এই বইটি বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছেন কবি নিজেই। এই অফার চলবে বইমেলা ২০২৬ শুরু হওয়ার পূর্বদিন পর্যন্ত।
সাউন্ডবাংলা’র ফেসবুক পেইজের ইনবক্সে অর্ডার করলেও কোনোরকম ডাক খরচ ছাড়াই বই পৌছে যাবে গ্রাহকের ঠিকানায়। কোনো শর্ত নেই, মূল্য নির্ধারণ নেই। সর্বনিন্ম ৫০ টাকা থেকে যে কোনো মূল্যের বইয়ের সাথে ‘ুুমিহীনতার গল্প’ বিনামূল্যে কেন দেয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে সাউন্ডবাংলা’র প্রকাশক কলামিস্ট মোমিন মেহেদী বলেন, নিছক বই বিক্রি করা সাউন্ডবাংলা’র লক্ষ্য নয়; পাঠক তৈরি করাই লক্ষ্য বিধায় এমন ভিন্নধর্মী উদ্যেগ গ্রহণ আমরা আগেও করেছি। তারই ধারাবাহিকতায় এমন চেষ্টা সবসময় অব্যাত থাকবে।