বন্দর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাত ৯টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মিনারবাড়ি এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । নির্বাচনী ক্যাম্প উদ্ধোধন কালে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের পুত্র মাহামুদুল হাসান শুভ বলেন, আমি মুছাপুরের সন্তান। বিগত দিনগুলোতে মুছাপুর বাসীর কল্যানে আমরা কাজ করেছি। গনতান্ত্রিক প্রক্রিয়ায় সকলেই যার যার মতাদর্শের পছন্দের প্রার্থীর জন্য ভোট চাইতে পারে। ভয় দেখিয়ে কখনো ভোট পাওয়া যায় না। জিম্মি করে ভালবাসা পাওয়া যায় না। আমাদের ভয় দেখিয়ে লাভ নাই।
সাগরে পেতেছি শয্যা শিশির বিন্দুতে ভয় পাইনা। অতএব স্বৈরাচারী আচরন করবেন না। স্বৈরাচারী করে কেউ স্বাধীন দেশে টিকতে পারে নাই। আপনারাও জুলুম করে টিকতে পারবেন না। নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ সাহেবের ফুটবলকে জয়ী করবে ইনশাআল্লাহ। মুছাপুর ৯নং ওয়ার্ড মিনারবাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমাজ সেবক আরিফ হোসেন,আবুল হোসেন সাগর,বিল্লাল হোসেন,আবুল কাশেম,মঞ্জিল হোসেন। জুম্মান,আলমগীর হোসেন,আতাউর রহমান,মামুন মিয়া,রাকিব হোসেন,জিদান,মাহাবুব আলী,পারভেজ প্রমূখ।