নিজস্ব সংবাদদাতা: ভোর হতেই নারায়ণগঞ্জ জেলার নানা প্রান্ত থেকে বিভিন্ন দলমতের হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে সামনে। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় চৈত্র সংক্রান্তিতে নারায়ণগঞ্জ জেলার বহুল আলোচিত রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা জাকির খান কারামুক্ত হয়েছেন।
পরিবারের পাশাপাশী উপস্থিত জনতা ও নেতা-কর্মীদের মনে একটাই উৎকন্ঠা কখন আসবেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসায় দীর্ঘ কারাবাসের পরে অবশেষে মুক্ত হলেন জাকির খান। এর আগেও দেশ ছেড়ে পরিবার পরিজনদের কাছ থেকে দীর্ঘদিন দুরে থাকতে হয়েছে তাঁর। রাজনৈতিক আক্রোশে তাকে ফেরারি হতে হয়েছে বিগত বিএনপি জোট সরকারের আমলেই। নারায়ণগঞ্জ জেল গেইটে হাজার হাজার মানুষের উপস্থিতি জানান দেয় নারায়ণগঞ্জ জেলার রাজনীতিতে তার প্রয়োজনীয়তা।
শহর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান রোমেন জানান- নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে আগামী দিনে বিএনপি’র উজ্জ্বল নক্ষত্র শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র আদর্শের সৈনিক জাকির খান আজ কারামুক্ত হয়েছে।সাবেক ছাত্রনেতা রাজপথ কাঁপানো জাকির খানের মুক্তিতে উল্লাসিত নারায়ণগঞ্জবাসী।
আগামীকাল বাংলা নববর্ষ আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এ-ই বার্তা। দীর্ঘদিন নারায়ণগঞ্জ থেকে দুরে থাকলেও আজকে জনতার উপস্থিত জানান দেয়, তিনি কতটা জনপ্রিয় নেতা। তারুন্যের অহংকার আগামীর দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জাকির খান’র নেতৃত্বে আমরা রাজপথে থাকবো।