1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে পথসভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
সোমবার, ১৯ মে ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক কাউন্সিলর শামসুজ্জোহা ও তাঁর ভাই সৈনিক লীগ নেতা প্রকাশ্যে কাউন্সিলর পদে না থেকেও টিসিবি কার্ড বিতরণ করছেন আওয়ামী লীগের লোকদের নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় তোলারাম কলেজের শিক্ষার্থী নিহত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় বেনাপোল সীমান্তে হিরোইন সহ ভারতীয় নাগরিক আটক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক ৫০ উর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনের ঈদ পুণর্মিলনী ও অভিষেক মূল্যায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়া কিন্টারগার্ডেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন খেলাধুলার মাধ্যমেই মাদককে গুডবাই জানাতে হবে-নারগিছ মাকসুদ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী রাজশাহী বিভাগের ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২৭ Time View

ইয়াহিয়া খান, চৌহালী সংবাদদাতা: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন করার লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিনানই পূর্বপাড়ায় “ঢাকাস্থ চৌহালী কল্যাণ সমিতি”র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অংশগ্রহণে এ পথসভাটি একটি গুরুত্বপূর্ণ দাবিকে সামনে নিয়ে আসে।

পথসভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ চৌহালী কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও বিএনপি’র কেন্দ্রীয় নেতা মোখলেসুর রহমান আওরঙ্গ, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বুরহান উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রশাসনিক ও ভৌগোলিক দিক থেকে এ আসনটির পুনর্বহাল অত্যন্ত জরুরি। এটি পুনর্বহাল হলে এলাকার জনগণের উন্নয়ন ও সেবা নিশ্চিত করা সহজ হবে বলে তারা মত প্রকাশ করেন।

মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, “অতীতে আপনারা দেখেছেন, মেজর (অব.) মনজুর কাদের রাস্তা নির্মাণ করেছিলেন, সে রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে চলাচল করতাম। কিন্তু গত ১৭ বছরে একটি রাস্তা, ব্রিজ, কালভার্ট কিছুই নির্মাণ করা হয়নি। আপনাদের এখানে গত ৬-৭ বছর ধরে একটি ব্রিজ নির্মাণ করে রেখে দেয়া হয়েছে, যা এখনো পর্যন্ত চলাচলের উপযোগী করা হয়নি। তাই যদি আপনার স্থানীয় এমপি পান, তার কাছে আপনাদের সুখ-দুঃখের কথা বলতে পারবেন।”

সভায় বক্তারা আসন পুনর্বহালের দাবিতে আরও বৃহৎ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি