বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে বন্দর থানাধীন নাসিক ২৪নং ওয়ার্ডের কাইতাখালীতে স্থানীয়দের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন বলেন, ‘ব্যক্তিগত অর্থায়ণে জরুরি ও কল্যাণমুখী কাজ করে যাচ্ছি। আপনার আশেপাশেও জরুরি কোন প্রয়োজন হলে আমাকে বলতে পারেন। যখনি যাবেন তখনি আমাকে পাবেন।
আমার কাছে গেলে কেউ খালি হাতে ফিরেনা। যে কোন সমস্যায় আমার কাছে গেলে আমি দ্রুত সে সমস্যার সমাধান করে দেয়ার চেষ্টা করি। সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই। আমি শীতলক্ষ্যার পূর্বপাড়ের একমাত্র প্রার্থী। আমি প্রার্থী বিধায় অন্য প্রার্থীরা এখানে আসতেছে। আমি প্রার্থী না হলে অন্য প্রার্থীরা কেউ এখানে আসতনা। তাই আশা করি সকলে আমার পক্ষে কাজ করবেন ও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উন্নয়ণের স্বার্থে সকলে আমাকে ভোট দিয়ে বিজয়ী করুন ও আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ দিন’। এসময় স্থানীয় সমাজসেবক আক্তার হোসেনের সভাপতিত্বে ও রাকিবের পরিচালনায় সমাজসেবক আফজাল হোসেন, আয়নাল হক, জুয়েল ও মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও বিপুল সংখ্যক নারী পুরুষরা উপস্থিত ছিলেন।