সেলিম মাহবুব,ছাতকঃ জামালগঞ্জের এক মেধাবী তরুণ ও শিক্ষার্থী আরফিন আজাদ কৌশিক (২৫) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কৌশিক জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের আবুল কালাম আজাদের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৌশিক ও তার বন্ধুরা কয়েকটি মোটরসাইকেল যোগে তাহিরপুর শিমুলবাগানের উদ্দেশ্যে রওনা হন।সড়কপথে লালপুর এলাকায় পৌঁছালে কৌশিকের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি হ্যান্ড ট্রলির সাথে ধাক্কা খায়।
এতে কৌশিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আহত দুই বন্ধুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কৌশিক সিলেট এমসি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছিলেন। সম্প্রতি আইই এলটিএস পরীক্ষায় ভালো ফল করে বিদেশে উচ্চ শিক্ষার জন্য আবেদনও করেছিলেন। আবেদন অনুমোদন হওয়ার পরও বিদেশে যাওয়া জন্য টাকাও জমা দিয়েছেন।
তার মৃত্যুতে পরিবারসহ পুরো জামালগঞ্জ উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার সকাল ১০টায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে কামলাবাজ নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।