শেখ সাইফুল ইসলাম, (গাইবান্ধা) প্রতিনিধিঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম মনজু, উপজেলা শ্রমিকদলের আহবায়ক ফারুখ মিয়া, প্রবীণ সাংবাদিক শাহজাহান মিঞা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হেসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরের রবি মৌসমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৬৯০ জন কৃষককে সহায়তা দেয়া হচ্ছে। প্রত্যেক কৃষক পাচ্ছেন, এক বিঘা জমি চাসের জন্য সরিষা, গম, বীজ, পিয়াজ, বাদাম, সূর্যমুখী, মুশুর, মুঘ, সোয়াবিনের বীজ ও ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির জানান, সরকারি এই প্রণোদনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে উৎসাহ জোগাবে। উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার পেয়ে তারা সময়মতো আবাদ শুরু করতে পারবে, যা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আর্থিক স্বাবলম্বিতায় সহায়ক হবে।