মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ সৈয়দপুরে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গোগনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৫ ডিসেম্বর বাদ মাগরিব সৈয়দপুর কড়ইতলা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গোগনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোক্তার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন না,গঞ্জ মহানগর যুবদলের ১নং সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন,গোগনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিজি।
দোয়া মাহফিল পরিচালনা করেন সৈয়দপুর কোবা জামে মসজিদের ইমাম ও খতিব হাজী শরীয়তুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু আহমেদ সদস্য ইয়াসিন আরাফাত,শ্যামল দেওয়ান, কাউসার খোকন,টারজেনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতাকর্মীরা। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।