চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে একই গ্রামের দুই নেতা দুই রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন। তারা দুজনই নিজ এলাকার আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থীরা হলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের বাসিন্দা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এবং দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান।
জানা যায়, হবিগঞ্জ -৪ (চুনারুঘাট-মাধবপুর ) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সৈয়দ মো. ফয়সল।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন সাংবাদিক অলিউল্লাহ নোমান।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, এটা আমাদের এলাকার সৌভাগ্য, একই গ্রামের দুইজন এমপি প্রার্থী হয়েছেন।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেন, যেকোনো দলের প্রার্থী হয়ে যে কেউ আসতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার। একই গ্রামের দুইজন নয়, পাঁচজনও প্রার্থী হয়ে আসতে পারেন, এটা কোনো বিষয় না।
আমি এলাকার মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, পাস করব, ইনশাআল্লাহ।
বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন, আমি এ আসনে ৪ বার নির্বাচন করে এবার পঞ্চমবারের মতো নির্বাচন করতে এসেছি। আমি দলের একজন পরীক্ষিত প্রার্থী। এলাকায় অনেক উন্নয়ন করেছি।
আশা রাখি, এলাকাবাসীরা আমাকে ভুলবে না। ভোট দিয়ে আমাকেই নির্বাচিত করবেন।