মানিকগঞ্জ প্রতিনিধি: “গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ—সবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ কর্মসূচি। রবিবার, ৬ জুলাই দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি। পাশাপাশি অটোচালক ও শ্রমজীবী মানুষের মাঝেও ফলজ চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হরিরামপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ লোকমান হোসেন বলেন, “বাংলাদেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে শ্রমিক কল্যাণের হাত ধরেই, ইনশাআল্লাহ।” অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশনের সহকারী সেক্রেটারি মো. আলামিন হোসেন। তিনি বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি একটি জাতীয় কর্তব্য।
পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি আশরাফ আলী খান মিন্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।