শুক্রবার (৩ জানুয়ারী) রেলী আবাসিক এলাকায় বন্দরের স্বনামধন্য সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘ কর্তৃক শীতার্ত মানুষের মাঝে প্রথম ধাপে শতাধিক কম্বল বিতরন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ মাহতাব হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ নাজির ইসলাম সিকদার, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাকিবুল হাসান, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন আবেদ, দপ্তর সম্পাদক মোঃ বাদশা সহ সংগঠনের অন্যন্ন নেতৃবৃন্দ।
কম্বল বিতরন শেষে সভাপতির বক্তব্যে মাহতাব হোসেন বলেন, “হিলফুল ফুযুল শান্তি সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিক ভাবে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছরের ন্যায় এই শীতেও আমরা সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে প্রথম ধাপে কম্বল বিতরন কর্মসূচি গ্রহন করেছি। এবং ২য় ধাপে শহরের মধ্যে যারা রাস্তায়, লঞ্চ ঘাট, রেল স্টেশন, বাস টার্মিনাল এ রাত্রি যাপন করে তাদের মাঝে কম্বল বিতরন করা হবে। হিলফুল ফুযুল শান্তি সংঘের ন্যায় সমাজের বিওবানদের ও সামর্থ অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্বাস্তু আহ্বান জানান।”