তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ডিগ্রি কলেজ মাঠে শনিবার(২৬শে জুলাই) দুপুরে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। সৌদি আরব থেকে আগত বিদেশি নাগরিক বাংলাদেশি হেলিকপ্টারে করে পৌঁছায়। এ সময় হেলিকপ্টার থেকে নামেন দুই বিদেশি নেদারল্যান্ডসের শেখ ডঃ রচিদ নাফি (রাষ্ট্রদূত, স্টিচিং আল-সোরর) অপর জন ইতালির শেখ মামাদু সিল্লা (ইসলামী স্কলার, ইমাম ও খতিব, প্রিন্সিপাল, সাবেলী একাডেমী, ইতালি) এ সময় আরো বাংলাদেশি নাগরিক তাদের সাথে ছিলেন। ওনাদের সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছেন বাংলাদেশ পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের সদস্যবৃন্দ।
জানা গেছে, তিনি কেন্দুয়া গ্রামের একটি মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন। স্থানীয়দের জন্য এই দৃশ্য ছিল আনন্দঘন ও উৎসবমুখর। সৌদি ব্যাক্তির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, এমন একজন প্রবাসী ভাইয়ের মাধ্যমে গ্রামের উন্নয়ন ও ধর্মীয় স্থাপনার কাজ দ্রুত বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদী। উল্লেখ্য, হেলিকপ্টারটি বওলা ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে, পরে অতিথি সেখান থেকে কেন্দুয়া মসজিদ এলাকায় যান। এ সময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।