মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জে মাত্র ১১২ টাকায় আবেদন করে সরকারি চাকরি পেয়েছেন ১৪ জন। আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় নিয়োগপ্রাপ্ত ১৪ জনের মাঝে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। নিয়োগপ্রাপ্তরা হলেন- হাবিব উল্লাহ, মো. জাকারিয়া, জান্নাতুল বুশরা মালেক, ইয়াছিন আরাফাত, মাহবুব হাসান, হাবিবুর রহমান সরকার, তাইজুল ইসলাম, শিপলু, জামাল হোসেন, জুবায়দা মারুফা, আজিজুল হক বাপ্পী, আতিকুর রহমান, আব্দুল বাছেদ ও মো. শাহ পরান। নিয়োগপ্রাপ্তরা জানান, বিজ্ঞপ্তি দেখে তারা জেলা প্রশাসনে চাকরির আবেদন করেন। মাত্র ১১২ টাকায় জেলা প্রশাসনে চাকরি পাবেন সেটা তাদের কাছে কল্পনাতীত।
জেলা প্রশাসক তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন এ জন্য তারা আনন্দিত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘গত ২৪ অক্টোবর ৭টি ক্যাটাগরিতে লিখিত পরীক্ষায় ১ হাজার ২৩৩ জন অংশ নেন। ওইদিনই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) মৌখিক পরীক্ষা শেষে রবিবার (২ অক্টোবর) গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরে নিয়োগপ্রাপ্তদের হাতে আজ সোমবার নিয়োগপত্র তুলে দেয়া হয়।’ তিনি আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমাদের সন্তানরা চাকরি পাবে।
আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য ছিল শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা।’ নিয়োগপ্রাপ্তরা কর্মক্ষেত্রে শতভাগ সেবার মনোভাব নিয়ে কাজ করবে এই প্রত্যাশা করেন ডিসি। এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, সিনিয়র সহকারী কমিশনার মোনাব্বর হোসেন, সহকারী কমিশনার সায়মা রাইয়ান, নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও তাছলিমা শিরিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।