লিয়াকত হোসাইন মতলব উত্তর চাঁদপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে মতলব উত্তর উপজেলায় চলছে লিফলেট বিতরণ কর্মসূচি। চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজীকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বড় হলদিয়া এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন আমু।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইয়াসিন মোল্লা, সাবেক যুবদল নেতা তারেক সরকার, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা তাতীদলের প্রচার সম্পাদক কাওছার আহমেদ, ইউনিয়ন তাতীদলের সভাপতি আবদুল কাদের, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন শাহ, বিপ্লব কুরালী, জন্টু, রনি শিকদার, মান্নান, খোরশেদ, রুহুল আমিন প্রমুখ।