পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে, আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারো ১১ দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর (ক:) কনফারেন্স আগামী ২৩ সেপ্টেম্বর মংগলবার হতে সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল শাহী ময়দানে শুরু হবে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:), সভাপতিত্ব করবেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)। প্রত্যহ বাদে মাগরিব থেকে শুরু হয়ে রাতব্যাপী অনুষ্ঠিতব্য মাহফিলে আন্তর্জাতিক, দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন, পীর মাশায়েক ও বুদ্ধিজীবিগণ উপস্থিত ও তকরির পেশ করবেন। উক্ত কনফারেন্স সফল করার জন্য সূফি দর্শন গবেষণা পরিষদের সভাপতি ইন্জিনিয়ার জসীম উদ্দিন, নির্বাহী সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমিরী, মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক সরোয়ার উদ্দিন, সদস্য সচিব কানুন উদ্দিন সকলের প্রতি আহবান জানিয়েছেন।