পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- আগামী ২৬ জানুয়ারি পটিয়া পৌর সদর গাজী কমিউনিটি সেন্টারে খাজা মঈনউদ্দিন চিশতী আজমেরী (র:) ওরশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। ওরশ সফল করতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ কে দাওয়াত দেওয়া হয়েছে। দফায় দফায় ওরশ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ প্রস্তুতি বৈঠক করেছেন। উক্ত ওরশে ২০ হাজার মানুষের খাবার আয়োজন ছাড়াও মিলাদ মাহফিল,খাজা গান পরিবেশন করা হবে জানান, ওরশ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম । ওরশ উপলক্ষে ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধায় আদালত রোড় অস্থায়ী কার্য়লয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির সভাপতি সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম এ আবছার পরিচালনায়, এতে বক্তব্য রাখেন, আদালত রোড় ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক দিদারুল আলম, সি: সহ- সভাপতি আবদুল জব্বার সও: সহ- সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ নবী, সহ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, কাজী বেলাল, আবদুল মতিন, জানে আলম সও:, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজিম কোম্পানি, নুরুল ইসলাম, মো. মামুন, মন্নান, হাজী হাজী আবদুস সালাম, গাজী মনির, ইদ্রিস সও:, আবদুল মন্নান প্রমুখ।