পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। শনিবার (৩ জানুয়ারি) সকালে পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলার (আনোয়ারা, কর্ণফুলী, বোয়ালখালী, পটিয়া, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ) বিভিন্ন স্কুল ও মাদ্রাসা হতে পঞ্চম শ্রেণীর প্রায় ৮৫০ জন মেধাবী শিক্ষার্থী উক্ত বৃত্তি পরীক্ষায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।একই দিন সকালে পরীক্ষা বিকেলে মেধা মুল্যায়ন পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পুর্ন করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সদস্য সচিব এ.ওয়াই এম. ডি জাফর, পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবু তৈয়ব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি আশেকান ডিগ্রী কলেজের অধ্যাপক ও বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সদস্য নাছির উদ্দীন, পটিয়া উপজেলার সমন্বয়কারী জাফরুল ইসলাম,জয়নাল আবেদীন আঙ্গুর,মফিজ উদ্দীন,আলী আকবর সিকদার,শহিদুল ইসলাম, শহিদুল আলম, শহিদুর রহমান সোহেল সহ জেলার ৮ উপজেলার সমন্বয়কারী ও তাজকিয়া সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মেধাবৃক্তি অনুষ্ঠানে ট্যালেন্টপুলে পাঁচজনকে দশ হাজার টাকা করে এবং সাধারণ গ্রেডে প্রতি উপজেলা হতে তিন জন করে আট উপজেলায় ২৪ জনকে ৬০০০ (ছয় হাজার) টাকা করে বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অভিভাবক সহ দেড় হাজার মানুষের লোকসমাগম হয়।