৩০ ই নভেম্বর শনিবার বিকেল ৩ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে গণ সমাবেশ ও বিজয় র্যালি উদযাপন করা হয়। র্যালিতে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দর থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ২২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সানোয়ারের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে বিজয় র্যালিতে অংশ গ্রহণ করেন। মিছিলটি নারায়ণগঞ্জ বন্দর ও সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে র্যালিতে অংশ গ্রহণ করে। এ সময় ২২ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি সানোয়ার বলেন, বিএনপি দলকে কাজে লাগিয়ে কোন সুবিধাভোগী সম্প্রদায় যেনো, জনগণের মনে অশান্তি সৃষ্টি না করতে পারে, দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজি না করতে পারে, সে দিকে ২২নং ওয়ার্ড বিএনপির সোচ্চার। আমরা সবাই চাই জনগণের মনে শান্তি বিরাজ করুক। জনগণকে শান্তিতে রাখতে পারাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন মিজানুর রহমান রিপন, সহ-সভাপতি বন্দর বিএনপি ও যুগ্ন সাধারন সম্পাদক ২২ নং ওয়ার্ড, যুবদল নেতা মিনহাজ মিঠু, যুবদল নেতা মাহবুব হাসান ডিউক, ওয়াহিদুজ্জামান মোল্লা যুব বিষয়ক সম্পাদক ২২ নং ওয়ার্ড, মো: সেলিম সহ-সভাপতি ২২ নং ওয়ার্ড, মোবারক মাহমুদ পবন সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল, ফয়সল শিকদার সাংগঠনিক সম্পাদক ২২ নং ওয়ার্ড, শফিক আহমেদ সিদ্দিক সহ-সভাপতি ২২ নং ওয়ার্ড বিএনপি ।