শিক্ষক হলেন জ্ঞানের প্রদীপ
জ্ঞান করে সে দান,
রাজপথে ক্যান লুণ্ঠিত হয়
শিক্ষা গুরুর মান।
নির্মম হৃদে তুলছিস-যারা
শিক্ষা গুরুর চাম,
একদিন তোদের দিতেই হবে
এই জুলুমের দাম।
জজ-ব্যরিস্টার উকিল মোক্তার
শোধাও পারলে ঋণ,
অ,আ,ক,খ বর্ণ-মালা
শিখছিলে এক-দিন!
গুণীর কদর যে দেশে নেই
নিঃস্ব হয় সে-দেশ,
এমন দোষে চাই না-হোক মোর
সোনার বাংলা শেষ।
রক্ত কভুও-যায় না বৃথা
উদ্দেশ্য যার সৎ,
এই রক্ত ঢের প্রেরণা আজ
সফল হবার পথ।
শিক্ষক যিনি শিক্ষার মুকুট
বিদ্বান জনে কয়,
শিক্ষক ছাড়া সভ্য জাতি
কভুও- সম্ভব নয়।