আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজিদ প্রদান করা হয়েছে। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের হাইলাকাঠি গ্রামে নিঃস্বার্থ সমাজ সেবা সংগঠন এই আয়োজন করেন। সোমবার ১ জানুয়ারি আসর নামাজের পরে হাইলাকাঠি পারেরহাট জামে মসজিদ সংলগ্ন নিঃস্বার্থ সমাজ সেবা নুরানী মাদ্রাসার ১০ শিক্ষার্থীকে কোরআন মাজিদ প্রদান করে তার প্রথম ছবক প্রদান করেন মাওলানা মোঃ গোলাম কবির। এসময় শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় অনেক মুসুল্লি উপস্থিত ছিলেন।স্থানীয় কিছু ধর্মভীরু যুবক এলাকার শিশু কিশোরদের ধর্মীয় শিক্ষা দেয়ার জন্য একটি নুরানি মাদ্রাসা তৈরি করেন। যেখানে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা দেয়া হয়। সম্পূর্ণ বিনা খরচে এখানে শিক্ষার্থীরা কোরআন শিক্ষার সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। কর্মের তাগিদে দেশ বিদেশে থাকা এইসব যুবকের এমন উদ্যোগে এলাকাবাসীর কাছে আজ তারা প্রশংসিত। এছাড়াও তারা এলাকায় আরও অনেক সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেন।