আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় কুমার হাওলাদার, আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির,
সদস্য সচিব মো. জালাল আহমেদ খান, জামায়াতে ইসলামী আমতলী শাখার নেতা মো. মালেক, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি গাজী বায়েজিদ, এনসিপির মো. আব্দুল্লাহ, সিনিয়র সাংবাদিক জাকির হোসেনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তারা। সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সামাজিক সমস্যা নিরসনে জনগণের সঙ্গে প্রশাসনের সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়। সভায় আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।