সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বিদ্যালয়ের সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে এডহক কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে বই বিক্রির এমন ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্থানীয় সমাজসেবক মো. আব্বাছ উদ্দিন গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. সাজ্জাদুর রহমান (লিমন) ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুনকান্তি দেবনাথের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেন। তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ও পুরাতন ১২ হাজার টাকা মূল্যের বই অভিযুক্তরা বিক্রি করে দেন। সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অভিযোগকারী মো. আব্বাছ উদ্দিন বলেন, প্রায় ২০/২২ দিন আগে প্রকাশ্যে বিদ্যালয়ের সরকারি বই বিক্রি করেন চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. সাজ্জাদুর রহমান (লিমন) ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুনকান্তি দেবনাথ। অভিযুক্ত চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুনকান্তি দেবনাথ বলেন, আমাদের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান বলেন, অভিযুক্তরা যদি বিধি মোতাবেক বই বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা না দেয় সেক্ষেত্রে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।