নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর মেরাজ হত্যা মামলার অন্যতম আসামি ছালেহনগর এলাকার নুরা মিয়ার ছেলে শাখাওয়াত হোসেন পিংকি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (তারিখ) সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।
জানা গেছে, পিংকির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে সে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। মেরাজ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় (মামলা নং ৭(৪)২৩ইং) তার নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। গ্রেফতারের সময় তাকে আদালতের জারি করা ওয়ারেন্ট দেখানো হয়।
স্থানীয় সূত্র জানায়, পিংকি স্বেচ্ছাসেবকদলের পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দরে যে সংঘর্ষ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই আলোচিত মেরাজ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে পিংকি শুরু থেকেই চিহ্নিত ছিল।
পিংকির গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে ভুক্তভোগী সাধারণ মানুষ এ ঘটনায় স্বাগত জানিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৩ এপ্রিল বন্দরের রূপালী আবাসিক এলাকায় মেরাজুল ইসলাম মেরাজকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বন্দর থানায় কাউন্সিলর শাহীন মিয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপর থেকেই একে একে আসামিদের গ্রেফতার অভিযান চলছে।