ঝিনাইগাতী প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতীতে ফেসবুকে নামে ও ফেক আইডি খুলে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নানকে নিয়ে মানহানিকর মন্তব্য করে পোস্ট করায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকালে তার ভাতিজা মো. মনির হোসেন (১৭) এই জিডি করেন। যার নং-১৩৭৭।
জিডির সূত্র ধরে জানা যায়, ঝিনাইগাতী উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান তার ব্যবহৃত ফেসবুক আইডিতে পোস্ট করলে; ওই পোস্টগুলোতে ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনের মানহানিকর মন্তব্য করেন দূর্বত্তরা। এছাড়া গত ২৮ আগস্ট রাতে ফেসবুকে মামুন মণ্ডল নামে এক আইডিতে মান্নানকে নিয়ে বিভ্রান্তি ও মানহানিকর এক পোস্ট করেছেন। পোস্টে লিখেছেন- “মান্নান সাহেব আমার সুম বয়সী আগে দেখেছি অনেক ভোলো মনের মানুষ ছিল এখন হঠাৎ বড়ো নেতা হওয়ার কারণে তার রূপ চেঞ্চ হয়ে গেছে সব আওয়ামীলীগের লোকদের তার ছত্রশায়ায় রেখেছে আবার কিছু লোককে দলে জায়গা করে দিয়েছে এটা একজন বিএনপির নেতার নৈতিক কাজ নয় আওয়ামী লোকদের অবৈধ টাকার কাছে তিনি বিক্রি হয়ে গেছে আবার দেখবেন কখনো যদি আওয়ামী ক্ষমতায় আসে তিনি আওয়ামীলীগের যোগ দিবেন এটাকেই বলে আওয়ামী ফেসিস্ট সরকারের দোসর এবং সুবিধাবাদী নেতা আমরা এরকম নেতা রুবেল ভাইয়ের পাশে দেখতে চাইনা যারা বিএনপির দু-সময়ে মিটিং মিছিলে লড়াই করে মামলা হামলার শিকার হয়েছে তাদের পদ না দিয়ে সুবিধা বাদীদের পদ দিয়েছে তাতে আমাদের দল বিএনপির অনেক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে ৩. বারের সফল এমপি মাহমুদুল হক রুবেল ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনার গোয়েন্দা বাহিনী দিয়ে তদন্ত করে যাদের মতো নেতাদের কে অপসারণ করুন নয়তো বিশাল ক্ষতির মুখে পড়বো আমাদের দল বিএনপি… রোস্তম”। আবার এদিকে ওই পোস্টের স্ক্রীনর্সট দিয়ে শাহিন আলম সরকার নামের ফেসবুক আইডি থেকে স্টোরি হিসেবে পোস্ট দিয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান বলেন, ‘ব্যক্তিগতভাবেই মাঝেমধ্যে ফেসবুকে পোস্টের মাধ্যমে তাকে আক্রমণ করা হচ্ছে। তার বিরুদ্ধে অপ্রচার করা হয়েছে। তার সম্মানের হানি করার লক্ষ্যেই এ ধরনের মিথ্যা তথ্য ও অপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন জানান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান বিরুদ্ধে ফেসবুকের দুইটি আইডি থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে তার ভাতিজা থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের সাইবার ইউনিটের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।