1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহিপুরে রাখাইন শিশুদের অংশগ্রহণে বাতিঘর’র বৃক্ষ রোপণ বঙ্গোগসাগরে ঘূর্নিঝড় মোন্থা,পায়রা বন্দরে ০২ নম্বর হুশিয়ারী সংকেত প্রধান থেকে শেষ সব উপদেষ্টা ব্যর্থ : মোমিন মেহেদী সাইনবোর্ডে অপরাধীদের দৌরাত্ম রুখতে পুলিশ বক্স নির্মাণ স্থান পরিদর্শনে না’গঞ্জ ডিসি এসপি আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালনে ইয়ুথলীড, ইয়ুথনেট, পিওর আর্থ ও ইউনিসেফ-এর র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে ব্যবসায়ির সংবাদ সম্মেলন না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান” আজ সোমবার ২ টায় জানাজা ছড়ারপার বালুর মাঠে অনুষ্ঠিত হয় জমকালো আয়োজনে নরসিংদীতে আশা সিমেন্টের প্রিয়জন উৎসব অনুষ্ঠিত খুলনায় রেল সচিবকে ফুল দিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলায় সোহেল’সহ ৫ জন আহত বিশ্ব শিক্ষক দিবসে পটিয়া গুনীজন শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত নাছির উদ্দীন

কলাপাড়ায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২২ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন করা হয়েছে।শনিবার সকাল ১০টায় কুয়াকাটার একটি আবাসিক হোটেল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান।সভায় এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উকিল সহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩৫ জন প্রতিনিধি অংশ নেন। উপকূলীয় অঞ্চলে ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি প্রাপ্তির দাবিতে এই কমিটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিঁড়ি-এর নির্বাহী পরিচালক, চান চান।তিনি বলেন, “উত্তরণ ও সিঁড়ি দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের ভূমিহীন জেলেসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও ভূমি অধিকারে আমরা সোচ্চার।”
এ সময় ফিশনেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান, প্রকল্পের প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ভূমি কমিটির খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন। তিনি বলেন, “ভূমি কমিটি ভূমিহীনদের খাস জমি প্রাপ্তি ও অধিকার আদায়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখবে। উত্তরণ প্রতিষ্ঠার শুরু থেকেই ভূমিহীনদের অধিকার আন্দোলনে কাজ করে আসছে। ১৯৯৭ সালে সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় খাস জমির দাবিতে আন্দোলন তার জলন্ত উদাহরণ।”
সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ ও ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন—সভাপতি: মো. সাবের হোসেন (সাবেক কাউন্সিলর), কুয়াকাটা পৌরসভা, সাধারণ সম্পাদক: মো. মিজানুর রহমান (সাংবাদিক), অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি: মো. সাইফুল ইসলাম রাজু, আ.ছালাম সরদার ও আমেনা বেগম ,যুগ্ম সাধারণ সম্পাদক: মো. হারুন-অর-রশিদ মাস্টার ও লিটন মিত্র,সাংগঠনিক সম্পাদক: মো. ইলিয়াস হাসান,সহ-সাংগঠনিক সম্পাদক: জাহেদুল ইসলাম সুমন ও রেবেকা সুলতানা,আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মো. আল-আমিন ভূঁইয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: খালেদা বেগম, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক: মো. ফরিদ উদ্দিন বিপু, সাংস্কৃতিক সম্পাদক: মো. আনোয়ারুল হক, অফিস ও ডকুমেন্টেশন সম্পাদক: আবু এমরান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম আজাদ, মেজবাহ উদ্দিন মান্নু, মো. মনিরুল ইসলাম ও মিনারা বেগম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফিশনেট প্রকল্পের কলাপাড়া এরিয়া ম্যানেজার আবু এমরান।
উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। এতে অর্থায়ন করছে ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি