1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিবপুরে স্কুল ভবনের ছাদের পলেস্তার খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত - শিক্ষা তথ্য
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনে ছাতক-দোয়ারাবাজারবাসী ধানের শীষ প্রতিকে ভোট দিতে অধীর আগ্রহে রয়েছেন–সাবেক এমপি মিলন রূপগঞ্জে ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে চলছে সাপ লুডো খেলা ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৩ আসামী গ্রেফতার নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রশ্নের মুখে ইসি গুইমারার উপজেলা প্রশিক্ষকের উদ্যোগে ভিডিপি সদস্যের আগাম শিম চাষে সফলতা: স্বনির্ভরতার নতুন দিগন্ত সোনারগাঁয়ে বিএনপি নেতা মোহনগ্রুপের সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও হুমকি বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি বাংলাদেশ বানীর শ্রেষ্ঠ প্রতিনিধি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যান সমিতির পরিচিতি সভা সুন্দরগঞ্জে ড্রাগন চাষে সফলতা উদ্যোক্তা শাহাবুদ্দীনের

শিবপুরে স্কুল ভবনের ছাদের পলেস্তার খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

শিবপুর(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদের পলেস্তার খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর বিদ্যালয় চলাকালে নবম শ্রেনী ও ২ সেপ্টেম্বর মঙ্গলবার সপ্তম শ্রেণীতে এ ঘটনা ঘটে। ঘটনার পরে সহকারী শিক্ষকরা আহত শিক্ষক মিজানুর রহমান (২৮) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিক্ষকের মাথায় ৬টি সেলাই লেগেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন ওই শিক্ষক। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মিদুল (১৪) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, ২০০৫ সালে নরসিংদী জেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়। প্রায় এক বছর ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

ভবনটির ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে খসে পড়ছে, বেরিয়ে আসছে মরচে ধরা লোহার রড। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি মাথায় নিয়ে চালিয়ে যাচ্ছেন পাঠদান । বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন মো: মোস্তফা বলেন, গতকাল সাড়ে বারোটার দিকে নবম শ্রেণীতে শিক্ষক মিজানুর রহমান গণিত ক্লাস নিচ্ছিলেন। এ সময় শিক্ষকের ওপর ছাদের পলেস্তার খসে পড়ে। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছে। আজকে বিদ্যালয় চলাকালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর ওপর ছাদের পলেস্তার খসে পড়ে আহত হয়েছে। বিদ্যালয়ের অভিভাবক সদস্য মারুফ জানান, ভবনটি নাজুক। । বর্তমানে এই বিদ্যালয়ে ৬০০জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এতে শিক্ষক-শিক্ষার্থী সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন।

অভিভাবকেরাও আতঙ্কে আছেন। এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অভিভাবকরা তাদের সন্তানদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া জাহাঙ্গীর কবির বলেন, অতিরিক্ত ক্লাসরুমের অভাবে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ রুমে পাঠদান চলাতে হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্ক ও ঝুঁকির মধ্যে ক্লাস করছে। অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং ঝুঁকিপূর্ণ ক্লাসরুমে ছেলেমেয়েদের পাঠাতে দ্বিধা বোধ করেন। শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন জানান, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদের পলেস্তার খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত হয়েছেন। এ বিদ্যালয়ের নতুন ভবনের বিষয়ে আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, আপনার মাধ্যমে জানতে পারলাম ছাত্র-শিক্ষক আহত হয়েছে। নতুন ভবনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি