1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : Nazrul Islam : Nazrul Islam
  3. [email protected] : pbangladesh :
উপজেলা নির্বাচন নিয়ে রাজনীতির হিসেব নিকেশ - শিক্ষা তথ্য
বুধবার, ২২ মে ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সোহারাব,রহিম ও সালমা রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন শঙ্কা রূপ নিল বাস্তবে, প্রতিদ্বন্দী প্রার্থী রানুর ভরাডুবি বিপুল ভোটে বিজয়ী হাবিব লামার উপজেলা নির্বাচনে বিজয়ী আবারও চেয়ারম্যান মোস্তফা জামাল নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন দুইজন পটিয়া উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব নুরুল ইসলাম কলাপাড়ায় মন্দিরের প্রতিমা ভেঙে স্বর্নের চোখ নিয়ে গেছে দূর্বৃত্ত কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত সচেতনতা বিষয়ক কর্মশালা মহিপুরে মসজিদ ছুয়ে ভেটের প্রতিশ্রুতি দিলেই মিলছে জেলে চাল, বঞ্চিত প্রকৃত জেলেরা কলাপাড়ায় হিফজ সমাপনী হাফেজ ছাত্রদের দস্তারবন্দী মার্কিন নিষেধাজ্ঞা: যা যা করতে পারবেন না সাবেক সেনাপ্রধান আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব

উপজেলা নির্বাচন নিয়ে রাজনীতির হিসেব নিকেশ

সংবাদদাতা :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৬১ বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির পর পরই সারাদেশে শুরু হচ্ছে উপজেলা নির্বাচনের আমেজ। ঈদের মধ্যেই উপজেলা নির্বাচন নিয়ে উৎসাহী প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। ঈদে তারা জনসংযোগ করে জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন। ঈদের পর পরই উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু হবে এবং এই উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি হতে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী ঈদুল আযহা পর্যন্ত উপজেলা নির্বাচন নিয়েই রাজনীতির মাঠ ব্যস্ত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার উপজেলা নির্বাচনে কার কি অবস্থান সেটা দেখে নেয়া যাক: ১. আওয়ামী লীগ: উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না। এই নির্বাচনে আওয়ামী লীগের যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা স্ব-উদ্যোগে এবং স্বতন্ত্রভাবে প্রার্থী হতে পারেন। এর ফলে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি কমবে বলে আশা করা হয়েছিল এবং সেরকম আশাবাদ থেকে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে বলেই ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থীদের একটি ‘ফ্রি স্টাইল’ প্রতিযোগিতা লক্ষ করা যাচ্ছে। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের ৫-৭ জন, কোথাও কোথাও ১০ জন পর্যন্ত প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে। এটি আওয়ামী লীগের জন্য অশনি সংকেত বলেই অনেকে মনে করছেন। যদিও দলটির পক্ষ থেকে মন্ত্রী এবং এমপিদেরকে উপজেলা নির্বাচন থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। কেউ যেন কোন প্রার্থীকে সমর্থন না দেয়, সেরকম বক্তব্য দেয়া হয়েছে। কিন্তু সেসমস্ত বক্তব্য কেউ শুনছেন না। মন্ত্রী-এমপিরা তাদের নিজস্ব ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। এবং উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের ভিতরেই একটি সংঘাতময় পরিস্থিতি তৈরী হয়েছে। ২. বিএনপি: উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি এক রহস্যময় অবস্থান তৈরি করেছে। যদিও অন্তত ২’শ টি উপজেলায় বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাদেরকে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে এবং তারা জনসংযোগও শুরু করেছেন। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির হাই কমান্ড কৌশলগত অবস্থান গ্রহণ করেছেন। তারা আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন বর্জন বা অংশগ্রহণ কোন কিছুই বলছেন না। বরং যারা যারা অংশগ্রহণ করছেন তারা স্বতন্ত্র হয়ে অংশগ্রহণ করলে দলগতভাবে বিষয়টিকে উপেক্ষা করার নীতি গ্রহণ করা হয়েছে। ফলে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে। তবে মজার ব্যাপার হলো যে, আওয়ামী লীগের মতো বিএনপি নেতারা উপজেলা নির্বাচনে ‘ফ্রি স্টাইলে’ অংশগ্রহণ করছে না। যেসমস্ত উপজেলায় বিএনপি অংশগ্রহণ করছে এবং যে সমস্ত উপজেলায় বিএনপির প্রার্থীদেরকে প্রচারণায় দেখা যাচ্ছে সেসমস্ত এলাগুলোতে একক প্রার্থী দেখা যাচ্ছে। ফলে এই স্থানীয় নির্বাচনে বিএনপি একটি বড় ধরনের চমক দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে’। ৩. জাতীয় পার্টি: জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে। তবে ক্ষয়িষ্ণু জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে খুব একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে, কয়েকটি পকেট ছাড়া জাতীয় পার্টি অধিকাংশ স্থানেই এখন নেই বললেই চলে। রংপুর, সিলেটের মতো কয়েকটি অঞ্চলে হয়তো জাতীয় পার্টি কিছু প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। তবে রাজনৈতিক দল হিসেবে সারা দেশে প্রভাব রাখার মতো অবস্থানে এ দলটি নেই। ৪. জামায়াত: এবার জামায়াত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে। বেশ সংঘবদ্ধভাবে এবং পরিকল্পিতভাবে। তারা ঢালাওভাবে সব উপজেলায় অংশগ্রহণ না করে যেখানে যেখানে তাদের শক্ত ভিত্তি রয়েছে সে উপজেলাগুলোকে বেছে নিয়েছে। এরকম প্রায় একশ উপজেলায় জামায়াত অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। এবার উপজেলা নির্বাচনকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই উপজেলা নির্বাচনের মাধ্যমে জামায়াত তার রাজনৈতিক শক্তি প্রমাণ করতে চাই বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ৪:৩৩
  • ৬:৪০
  • ৮:০৩
  • ৫:১৩
শিক্ষা তথ্য পত্রিকার কোন লেখা, ছবি বা ভিডিও কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি