কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে সম্প্রতি দুটি টলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা সহকারী পরিচালক (সিপিপি)মো.আসাদুজ্জামান খান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার।