নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলায় ব্যাপী মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে আজ ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)এর যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে আজ লক্ষ্মীপুর গাউসিয়া কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত আনন্দ শোভাযাত্রাটি দালাল বাজার থেকে লক্ষ্মীপুর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে এন আহমদীয়া বালিকা বিদ্যা নিকেতনের মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন বিভিন্ন মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষক- শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি, সাংস্কৃতিক-ক্রীড়া ব্যক্তিত্ব ও শিশু-কিশোরাসহ সর্বস্তরের মুসলিম ঈদে মিলাদুন্নবী (সা.) এর জন্ম ও ওফাত দিবসে দোয়ার মাহফিলে অংশ গ্রহন করেন।
বালিকা বিদ্যা নিকেতন মাঠে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিল উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু। এতে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আহ্বায়ক অধ্যক্ষ মুফতি আতাউল করিম মুজাহিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন,হাট হাজারী জামেয়া অদুদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হেলাল উদ্দিন আল কাদেরীসহ অনেকেই। এছাড়া, হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর পক্ষকালব্যাপী আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি গ্রহণ ও সকল কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।