মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার প্রতিভা কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় সাওঘাট ঈদগা মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিভা টাইগার দল ও প্রতিভা লায়ন্স দল এ খেলায় অংশগ্রহণ করে। এক ঘন্টার ফুটবল টুর্নামেন্টে প্রতিভা টাইগার দলকে ১-০ গোলে হারিয়ে প্রতিভা লায়ন্স দল বিজয়ী হয়। স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী খেলাটি উপভোগ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া, প্রতিভা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শামীমা আক্তার ঝুনু,
সাংবাদিক মীর শফিকুল ইসলাম, বিএনপি নেতা আওলাদ হোসেন, শাহ আলম মীর, খলিলুর রহমান রিপন, ইমরান হোসেন, নাজির হোসেন, স্কুলের সহকারী শিক্ষক নিরঞ্জন দাস প্রমুখ। সভায় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা যেমন শরীর গঠনে সহায়তা করে তেমনি মনকে সতেজ রাখে। দিন দিন খেলাধুলা হারিয়ে যাচ্ছে বলেই যুবকরা মোবাইলফোন ও মাদকের নেশায় আসক্ত হচ্ছে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিকভাবেও খেলাধুলার চর্চা রাখা উচিত। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।