আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- বরগুনার আমতলী উপজেলার উত্তর সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলামের বেতন- ভাতা স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস. এম. মোসলেম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত শুরু হয়। অভিযোগে বলা হয়, সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের নিয়োগের সময় কৃষি শিক্ষা বিষয়ে যে সনদ দাখিল করেছিলেন, তা বৈধ নয়।
পরবর্তীতে তদন্ত, কারণ দর্শানো নোটিশ ও শুনানির মাধ্যমে অভিযোগটি প্রমাণিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১৮.১ (খ) ও (গ) ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় সেপ্টেম্বর-২০২৫ মাস থেকে জাহিদুল ইসলামের বেতন-ভাতার সরকারি অংশ সাময়িকভাবে স্থগিত রাখা হলো। এছাড়া বিভাগীয় মামলার কার্যক্রমও চলমান রয়েছে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন- ভাতা স্থগিত রাখার এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
চিঠিটি ইতোমধ্যে বরগুনার জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে, একইসঙ্গে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।এ বিষয় সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম মুঠোফোনে জানান, এধরনের কোন চিঠি এখোনো আমি পাইনি। এবিষয় উত্তর সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইউছুফ আলী মুঠোফোনে বলেন, অফিসিয়াল ভাবে এ ধরনের কোন চিঠি এখোনা আমি পাইনাই।