পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হযরত ইমাম হাসান হোসাইন (রঃ)স্মৃতি সংঘ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণা উপলক্ষে ৫ সেপ্টেম্বর সন্ধায় নোঙর রেস্তোরাঁয় এক সভা
বিশিষ্ট ব্যাংকার সমাজ সেবক আবদুর রহিম এর সভাপতিত্বে, তারেক আজিজ এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সমাজ সেবক মোহাম্মদ নাছির উদ্দীন, ওসমান সওদাগর, কুতুবউদ্দিন, সাইফুদ্দিন, ইমরান হোসেন, কায়সার হামিদ প্রমুখ।
সভার শেষে বিশিষ্ট ব্যাংকার আবদুর রহিম, সমাজ সেবক নাছির উদ্দীন, ওসমান সওদাগর’কে উপদেষ্টা করে এবং
মোহাম্মদ কুতুবউদ্দিন উদ্দীন সভাপতি,
মোহাম্মদ সাইফুদ্দিন সাধারণ সম্পাদক, ইমরান হোসেন অর্থ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে অনন্য কর্মকর্তারা হলেন, কায়সার হামিদ, নাঈম উদ্দিন,মোহাম্মদ হৃদয়, মো: শাওন, মো: টিপু, মো: হারুন, মো: মোস্তাক, মো: পেয়ারু, আলতাফ হোসেন রনি, মো: ফরহাদ, মো: দিদার, জিল্লুর রহমান, মো: লোকমান, মো: সুমন, মো: ফাহিম, মো: ইমরান প্রমুখ।
সভায় বক্তারা বলেন,হযরত ইমাম হাসান হোসাইন (রঃ)স্মৃতি সংঘ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ১৬ বছর নৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি এ সংঘটনটি সামাজিক ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানসহ নানান কর্মসূচি পালন করে আসছে।