চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড সবজার পাড়ার গ্রামের মোহাম্মদ ইছহাক নামে এক নিরীহ ব্যাক্তির জায়গা জবরদখল করার পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। সুচক্রদণ্ডী মৌজা আর এস জরিপের ৫২১ নং খতিয়ানের আর এস ২০৮৭ দাগের সামিল বি.এস ৫২ নং খতিয়ানের বিএস ২০৬২ দাগের আন্দরে ০৩ শতক বা ১ গন্ডা ০২ কড়া সাবেক নাল ভূমি বর্তমানে ভিটি ভূমি তৎ স্থিত নির্মাণকৃত বাদীপক্ষের ।এ ঘটনায় মোহাম্মদ ইছাক বাদী হয়ে পটিয়া থানায় জিডি নং ১৪৬০ দায়ে হয়েছে। এতে বিবাদীরা হলেন, ভাটিখাইন করল এলাকার মাহাবুবুল আলম,মোঃ মহি উদ্দীন, রহিম উদ্দীন,মোঃ মঈনুদ্দীন। মোহাম্মদ ইছাক জিডিতে উল্লেখ করেন, তিনি একজন সহজ, সরল, নিরীহ ও দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক হই। বিবাদীগণ খারাপ প্রকৃতির লোক হয়। নিম্ন তপশীলোক্ত সম্পত্তি আমরা পৈত্রিক খরিদা সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ সেমি পাকাঘর নির্মাণ করে ভোগ দখলে স্থিত আছি। বিবাদীগণ আমাদের উক্ত সম্পত্তি জোর পূর্বক দখল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে। পরবর্তিতে আমরা নিরুপাই হয়ে আমাদের উক্ত সম্পত্তি সংক্রান্তে বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত, পটিয়া, চট্টগ্রাম- ১২৬/২০১৭ইং মামলা দায়ে করি। উক্ত মামলা বর্তমানে ল্যান্ড সার্ভে অতিরিক্ত ট্রাইব্রুনালে এল. এস টি ১২০৭২/২০২৪ইং হিসেবে রুপান্তরিত হয়ে চলমান আছে। কিন্তু বিবাদীগণ বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকাবস্থায় আমাদেরকে উক্ত সম্পত্তি হতে বেদখল করার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করে আসছে। এর একপর্যায়ে ২৪/১২/২০২৪ইং তারিখ সকাল অনুমান ১০.০০ টার সময় বিবাদীগণ আমাদের উক্ত সম্পত্তি জোর পূর্বক দখল করার উদ্দেশ্যে আমাদের নির্মাণকৃত সেমিপাকা ঘর ভাংচুর করে। উক্ত বিষয়ে আমরা সংবাদ পেয়ে আমাদের উক্ত জায়গায় গিয়ে বিবাদীদের এরুপ অন্যায় কাজে বাধা প্রদান করলে বিবাদীগণ আমাদেরকে খারাপ ভাষায় গালমন্দ করে মারধর করতে উদ্যত হয়। মোহাম্মদ ইছাক এর অভিযোগ আমাদের উক্ত সম্পত্তি তারা যেকোন মুহুর্তে জোর পূর্বক দখলে নিয়ে পাকাঘর নির্মাণ করবে হুমকি দেন বলে ভুক্তভোগীর অভিযোগ সুএে জানায় গেছে। এছাড়াও অভিযোগকারীর পরিবারবর্গ বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান।