তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। এ সময় সাথে ছিলেন রূপসী ইউপি প্রশাসক কামরুল হাসান কামু, থানা পুলিশের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার রূপসী ইউনিয়নের উত্তর ঘোমগাঁও ঝালবাড়ি এলাকায় খড়িয়ানদী থেকে ড্রেজার মেশিন দিয়ে মৃত সাবেদ আলী সরকারের ছেলে আব্দুল রউফ ওরফে দোলামিয়া রাস্তার পাশে বিশাল একটি জায়গা বরট করছে।
পরে থানা পুলিশ নিয়ে গিয়ে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ সহ আব্দুল রউফকে আটক করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী আব্দুল রউফকে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় জরিমানা ও অনাদায়ে কারাদন্ড দেওয়া হয়। এ সময় তিনি তাৎক্ষণিক জরিমানাকৃত টাকা প্রদান করেন। এছাড়াও ড্রেজার মেশিন ভেঙে দেওয়া হয়েছে আর বালু খুব বেশি তুলতে পারেনি। অবৈধভাবে বালু উত্তোলন সহ যেকোনো অপরাধে সব সময় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।